Thursday, April 18, 2024

From the Stakeholders

 






Whoever you are
if you haven't been
able to deliver peace
you aren't a star

Whoever you may be
if you haven't seen
the world as one
you are but a demon

Who do you think you
are
, a troubled land, or
a superpower

if you're still struggling with
barriers, borders, orders

if you haven't yet learned to
live without wars that pop
out of the fatuous excuses
by the pusillanimous and
obstreperous leaders
in search of destructive power

one wonders what
you are

the same gut-wrenching
bloodsheds, like inimical
scarlet waters under the
bridge, a globally designed
model of poverty
polluting the atmosphere,
exposing an insipid smell
of shenanigans in the air,
your hoity-toity
chiaroscuro carving of
words to induce fear, hatred,
anger superciliously
indulge in a divisive,
lose-lose game of jeopardy
you are the monster
on the loose that needs
to be taken into custody

Tuesday, April 16, 2024

গানের জন্য

তোমার আমার গানের শুরু
ছিল একিই সুরে বাঁধা
এগিয়ে যেতেই গতির গভীর
মিলে পড়লো বাধা। 

তোমার গানের কথা
তার মধুর ছন্দে সুরে
আমার স্বরলিপির
থেকে গেল অনেক সরে।  

তবু দুজনেরি মনে
ভিন্ন ভাবে অন্য তানে
ভরলো নতুন বীণে
অন্য কোন টানে
নাচলো না আর মোদের
হৃদয় যুগল অন্তরালে
জড়িয়ে ধরলো একিই স্থায়ী
ভিন্ন অন্তরাকে।  

না, না তাতে কিইবা হলো
গান তো শেষে গেলো
ভেসে স্রোতের সাগরেতে
দুটি প্রাণীর দুটি গানিই
ভিন্ন কথায় মাতিয়ে দিলো
শ্রোতার আসরেতে।

বিশ্ব পারাবারে
বেসুরো সব অমিল যত
মিলিয়ে যাবে জানি 
গানের জন্য বারে বারে
মিলবে নীরব বাণী।  

Monday, April 1, 2024

O Kamsa

O Kamsa, how many more
children will you still kill;
you're digging your own grave

mark our brave words,
your days are numbered
no matter what your skill.

The Killer of Democracy

On the face of cosmetic growth,
cosmic energy is ignored,
whatever you do, say, we won't listen 
to your hearsay,
your jaw would drop in awe
when we'd respond to all your flaws,
wait for the final blow
to end all your hee-haw,
await our last straw.

Your overturning the law would 
backfire, 
wait and watch, we'll overthrow
you from 
power, 
you ruined democracy under
the patient paradise,
the 
omniscient firmament,
in our unerring eyes, you are 
guilty, not innocent.


Note: The poem is rather Indian. Pretty much sad and disillusioned, I didn't enjoy writing the poem.


Saturday, March 30, 2024

আঘাত

যতদিন তুমি ছিলেনা

এ জীবন ছিল অচেতন

তুমি এলে ধীরেসুস্থে

নিশ্চিত বোবা পদক্ষেপে

অজ্ঞতা নিষ্ঠুরতার প্রাচীরে

এযাবত ছিলাম নিজের অচিরে 

কারারুদ্ধ

একেরপর এক অপমান

ক্ষত, লাঞ্ছনা, নিয়ে নিল

যা কিছু ছিল বৃথা, মিথ্যা অহঙ্কার, 

অলঙ্কার, বিয়োগে হলো যোগাযোগ

তোমার সাথে নিজের অজান্তে চোখের 

থেকে সরলো অন্ধকার

এলো আলো

এই ভালো, এই বেশ ভালো।

Sunday, March 24, 2024

Going back


 







'Going back is of no use',
says who, if it makes one 
feel good?

One has to reverse the gear
to check from close what
was near;
in my rusted past, there
were these pets, the non-erasable
duster;
pictures my truths, rest
driven afar.

At times, one has to boost
the heart
go back, reboot, and restart.

Monday, March 4, 2024

The greatest disease

 

The greatest disease of today's
'what will people say'

सबसे बड़ा रोग
क्या कहेंगे लोग

La plus mauvaise maladie
d'aujourd'hui, c'est que
'que diront les autrui'

আজকের সবচেয়ে বড়  অসুখ
যা চলছে ও চলবে, তা হলো,
'লোকে কি বলবে'


understanding


life on this earth
from death to birth 
flowing at ease

love, to be in love,
to be loved, that is
all there is

when with the brain
we figure out
the heart, understanding
is difficult 

Sunday, February 25, 2024

Leaders, lead us to peace



Leaders, we know the burden
you carry on your shoulders.

Plead you to unite, the power holders
for you are the real caregivers
you are the real caretakers.


Give us peace, please
resolve all your differences,
end your meaningless conflicts.


Despite the growth, this war is killing
all of us, from the bottom of our hearts

we'd like to get rid of this virus.

Regardless of all the technological,
financial developments
your expensive feuds, a white elephant;
working in tandem would
be your greatest achievement. 

Good souls! End this self-defeating battle
forever, give respite to all your followers,
we fall at your feet, oh dear leaders,
work together, work together, work together.

Saturday, February 3, 2024

আর কতদিন বাকি



আসবে একগুচ্ছ ভালোবাসা।
বিশাল অট্টালিকা
 তৈরি হচ্ছে,
তার মধ্যে ছোট বড় ফ্ল্যাট
কিছুদিন আর বাকি

অনেক পরিবার আসবে
তাদের রঙ্গীন স্বপ্ন নিয়ে,
তাদের হাসি কান্নার গল্প
দিয়ে ভরিয়ে ফেলবে এই
সিমেন্টের প্রাঙ্গণ;
বারান্দায় কাপড়চোপড় ঝুলবে,
রান্নাঘরের বিবিধ গন্ধে
ভরে উঠবে এই হাইরাইজ
কিছুদিন আর বাকি

মাঝেমাঝেই ভাবি মালিকেরা

এসে কিংবা ফোনে জিজ্ঞাসা
করে প্রমোটরদের
,
'
দাদাআর কতদিন বাকি?'

আজানেরশঙ্খের আওয়াজ
আসবে এই বহুতল
থেকেই, ছেলেমেয়েদের খেলাধুলা,
ইস্কুলে যাওয়া আসা
বাবা মায়ের গল্পতাদের
ইএমআইয়ের দুশ্চিন্তা,
দাদু দিদাদের আড্ডাওয়াকার
নিয়ে হাঁটাহাঁটিছোটদের ছোটাছুটি
সকালবেলার খোলা হাঁসির এক্সারসাইজে
গমগম করবে এই গেটেড কমিউনিটি
কিছুদিন আর বাকি

কাজ হচ্ছে জোরকদমে খুটখাট আওয়াজ,
ইট ধূলোবালি দিয়ে ভর্তি হয়ে আছে
আগামী দিনের বহু সংসারের বাসা
বহুজন বহুমত গরমিল মিলেমিশে
হবে অচিরেই সাবলীল
কিছুদিন আর বাকি

এই সুবিশাল অট্টালিকারা
সব যেন একেকটা দেশ
থাকে খুটখাট মনোমালিন্য
ও মিলনের সমাবেশ; সারা পৃথিবী
যদি এমনভাবে থাকত, তবে হতো বেশ
কে জানে  কতদিন আর বাকি....